অলিম্পিকের লক্ষ্য নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাটলাররা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

‘ছেলে মেয়েরা খেলতে আগ্রহী। তাই তারা থাইল্যান্ডে যাচ্ছে। আগে নিজ খরচে গেলেও এবার বিমান বাংলাদেশ এয়ারালাইন্সের সুবাদে ফ্রি টিকিট দেওয়া হচ্ছে তাদেরকে। কারণ বিমান এয়ারলাইন্স আমাদের পার্টনার।’

অলিম্পিক গেমসে কখনোই খেলতে পারেননি বাংলাদেশের ব্যাডমিন্টন। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই গেমসে খেলতে চেষ্টার ক্রুটি রাখছেন না লাল সবুজের শাটলাররা। এর জন্য বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে থাকতে হবে। তাইতো নিজের খরচায় ভারত, শ্রীলংকায় খেলে এসেছেন সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তার, বর্তমান চ্যাম্পিয়ন আবদুস সোয়াদ, আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুলরা। এবার যাচ্ছেন থাইল্যান্ডে। রোববার ভিসা হলেই পরদিন রওয়ানা হবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির। তার কথা, ‘ছেলে মেয়েরা খেলতে আগ্রহী। তাই তারা থাইল্যান্ডে যাচ্ছে। আগে নিজ খরচে গেলেও এবার বিমান বাংলাদেশ এয়ারালাইন্সের সুবাদে ফ্রি টিকিট দেওয়া হচ্ছে তাদেরকে। কারণ বিমান এয়ারলাইন্স আমাদের পার্টনার।’


বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আসতে একটি গ্রুপ করেছেন চার শাটলার। এরা হলেন- উর্মি, সোয়াদ, অহিদুল ও জুমার। তবে থাইল্যান্ডে এই চারজনের সঙ্গে যাচ্ছেন আয়মান ইবনে জামান, গৌরভ সিংহ ও তানভীর আহমেদও। এক সফরে দুটি টুর্নামেন্ট খেলবেন তারা। ৫-১০ আগষ্ট টয়োটা থাইল্যান্ড সিরিজ এবং ১২-১৭ আগষ্ট টয়োটা থাইল্যান্ড চ্যালেঞ্জ।

 

দুই টুর্নামেন্টেই পুরুষ ও মেয়েদের একক, পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈতে খেলবে বাংলাদেশ। পুরুষ দ্বৈতে দুটি দল খেলবে। এক দলে তানভীর ও গৌরব এবং অন্য দলে ঝুমার ও অহিদুল। উর্মির কথা, ‘আমাদের অলিম্পিকে খেলার একটি স্বপ্ন রয়েছে। সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি। এই সফরটি আমাদের জন্য খুবই মসৃণ হচ্ছে সাধারন সম্পাদক রাসেল কবির ভাইয়ের জন্য। কারণ তিনি বিমানের টিকিট ফ্রি করে দিয়েছেন। এটাই হওয়া উচিত আমাদের জন্য।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর