সোমবার ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

সোমবার আসছেন যুক্তরাজ্যের এই সাবেক পুলিশ কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। তিনি আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) পরামর্শক হিসেবে।

 

বিসিবি সূত্রে জানা গেছে, অ্যালেক্স মার্শাল মূলত বিসিবির দুর্নীতি দমন রোধে নিযুক্ত আকুর কর্মকর্তাদের পরামর্শক হিসেবে কাজ করবেন ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে। প্রাথমিকভাবে তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। এ সময় বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার কাজ তদারক করবেন মার্শাল।

 

ঢাকায় আসার পর প্রথমেই জাতীয় দল ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে বসবেন অ্যালেক্স মার্শাল। দুর্নীতি দমন রোধে ক্রিকেটারদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে বাংলাদেশে আসার পরদিনই ফ্রন্টলাইন ক্রিকেটারদের ক্লাস নেবেন তিনি।

 

বিসিবির এক দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, শুধু ক্রিকেটারদের ক্লাস নেওয়াই নয়। ক্রিকেটার, সংগঠক, বিসিবি কর্মকর্তা ও স্টাফদের সঙ্গেও বসবেন অ্যালেক্স মার্শাল।

 

ক্রিকেটে দুর্নীতিবাজদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে। ম্যাচ ও স্পট-ফিক্সিং রোধে সবারই পরিষ্কার ধারণা ও সচেতনতা দরকার। এই ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে অ্যালেক্স মার্শালের কথা বলার উদ্যোগ নিয়েছে বিসিবি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর