হকি এশিয়া কাপে বাংলাদেশের কপাল কি খুলবে? সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

এশিয়া কাপ হকির আসর বসবে ভারতে ২৯ আগষ্ট। এই আসরে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। যদি তারা না খেলে, তাহলে কপাল খুলবে বাংলাদেশের। পাকিস্তান কি খেলবে, নাকি বাংলাদেশ? সেই সিদ্ধান্ত হবে আজ।


যদিও ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি দিলীপ তিরকে এখনো আশাবাদি পাকিস্তান খেলবে ভারতে এসে। যদিও আর মাত্র ১১ দিন বাকি। এশিয়ান হকি ফেডারেশনের সাবেক সভাপতি তৈয়ব ইকরাম এখন এফআইএইচের সভাপতি। তিনি বলেন, ‘সোমবার (আজ) সব কিছু আনুষ্ঠানিক রুপ পাবে। তাই ইকরামের অপেক্ষায় বাংলাদেশও।

১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপে তৃতীয় হওয়া টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। পাক-ভারত বৈরীতায় শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে এশিয়া কাপ খেলার সুযোগ তৈরি হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর