ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ান কোচ মাঙ্গারা তুয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

ইন্দোনেশিয়া থেকে কোচ আনছে ব্যাডমিন্টন ফেডারেশন। সব ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যেই ঢাকায় দেখা যাবে কোচ মাঙ্গারা তুয়াকে। মাসিক তিন হাজার মার্কিন ডলারে উর্মি আক্তার, নাসিমা খাতুন, খন্দকার আবদুস সোয়াদদের গুরু হিসাবে আনা হচ্ছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির সুমন। তার কথা, ‘বাহরাইনে এশিয়ান যুব গেমস ও পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জেতার লক্ষ্য নিয়েই কোচ মাঙ্গারা তুয়াকে আনা হচ্ছে। আশাকরি তিনি আমাদের স্বপ্ন পূরন করতে পারবেন।’
বিশ্ব ব্যাডমিন্টনে এক সময় রাজত্ব ছিল ইন্দোনেশিয়ার। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক গেমসের কথাই ধরা যাক। ওই গেমসে পুরুষ একক ও মেয়েদের এককে দুটি স্বর্ণপদক জিতেছিল দেশটি। পুরুষ এককে অ্যালান বুদিকুসুমা ও মেয়েদের এককে সুসি সুসান্তি দুটি স্বর্ণ এনে দিয়েছিলেন দেশকে। প্রায় এক যুগ পর এথেন্স অলিম্পিকে তৌফিক হিদায়াত এককে স্বর্ণ জিতলে ফের রাজত্ব পুনরুদ্ধার করে ইন্দোনেশিয়া। নি:সন্দেহে এই দেশের ব্যাডমিন্টন কোচ উর্মি, সোয়াদদের পর্যাপ্ত অনুশীলনই করাবেন বলে শাটলারদের বিশ্বাস।
বাহরাইনে এশিয়ান যুব গেমসের জন্য দুইজন এবং পাকিস্তানের সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ২৪ জনকে নিয়ে আগামীকাল রোববার থেকে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আপাতকালীন হিসাবে রুমেল ও মীর সারওয়ার আলী কোচের দায়িত্ব পালন করবেন। পরে এসে দলের দায়িত্ব নেবেন মাঙ্গারা তুয়া। ইন্দোনেশিয়ার বোগোরে বাতারা ব্যাডমিন্টন একাডেমি রয়েছে, যার মালিক মাঙ্গারা নিজেই। এছাড়া জাকার্তার তাঙকাস ব্যাডমিন্টন একাডেমির কোচ তিনি। এই কোচ নিয়ে বেশ আশাবাদি ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির, ‘ইন্দোনেশিয়ার ভালোমানের একজন কোচ মাঙ্গারা তুয়া। আশাকরি আমাদের ছেলে মেয়েরা তার কাছ থেকে ভাল দীক্ষা নিয়ে প্রত্যাশা পূরন করতে পারবে।’ বিদেশি কোচ আসার খবর জেনে খুশী যুক্তরাষ্ট্র প্রবাসী শাটলার আয়মান ইবনে জামান। তার কথা, ‘দুই গেমসের আগে আমাদের ভাল প্রশিক্ষণের জন্য একজন বিদেশি কোচের প্রয়োজন ছিল। ধন্যবাদ ফেডারেশনকে বিদেশি কোচ আনার জন্য। এখন আমরা ভাল প্রশিক্ষণ নিতে পারব।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর