ইন্দোনেশিয়ান কোচ ‘বাতারা’ এখন ঢাকায়
শাটলাদের নতুন কোচ ইন্দোনেশিয়ান মাঙ্গারা তুয়া
ব্যাডমিন্টনের ইন্দোনেশিয়ান কোচ ‘বাতারা’ এখন ঢাকায়। হ্যাঁ, মাঙ্গারা তুয়াই। মজার বিষয় হল, ইন্দোনেশিয়ানরা সবাই জাকার্তাকে বাতারা বলে থাকেন। আর সেখানকার অধিবাসীরা নিজেদেরকে বাতারা বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। সেই বাতারা (মাঙ্গারা তুয়া) ঢাকায় এসেছেন বৃহস্পতিবার।
.jpeg)
তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান ফেডারেশনের সদস্য রাইসুল আলম রুমেল। ্ইতোমধ্যে কোচের সঙ্গে শাটলারদের নানাবিধ বিষয় নিয়ে কথা হয়েছে ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির সুমন।
.jpeg)
তার কথা, ‘এশিয়ান ইয়ুথ গেমস ও সাউথ এশিয়ান গেমসের জন্য আমাদের ইন্দোনেশিয়ান কোচ মাঙ্গারা তুয়া ঢাকায় এসেছেন। শনিবার থেকেই তিনি ছেলে-মেয়েদের দায়িত্ব নেবেন।’ তিনি যোগ করেন, ‘তরুন এবং উদীপ্ত একজন কোচ মাঙ্গারা। যিনি ছেলে মেয়েদের সঙ্গে মিশে যেতে পারবেন এবং তাদেরকে ভাল দীক্ষা দিতে পারবেন।’
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: