জাগো জুলাই টেনিসে চ্যাম্পিয়ন রুস্তম আলী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এম এন্ড জে গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নাটোর টেনিস ক্লাবের রুস্তম আলী।

 

আজ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৬-১, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হেসেনকে হারিয়ে শিরোপা জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমএন্ডজে গ্রুপের পরিচালক মুনির আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এমএ জিন্নাহ, যুগ্ম-সম্পাক মোয়াম্মার আহমদ, প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর