বিশ্ব আরচারি ইয়ুথ টুর্নামেন্টে খেলতে কানাডা গেল আরচারি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম
বিশ্ব আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলতে আজ কানাডা রওয়ানা হয়েছে চার সদস্যের আরচারি দল।
১৭-২৪ আগষ্ট উইনিপেগে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দলের সদস্যরা হলেন- আরচার আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও সাগর ইসলাম এবং কোচ মার্টিন ফ্রেডরিক। ১৯ আগষ্ট কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: