জুলাই গণ-অভ্যুত্থান দিবস হ্যান্ডবল
রক্তাক্ত জুলাই পরবর্তী ছাত্র জনতার গৌরবোজ্জ্বল ৫ আগষ্ট গণ-অভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হয় নীল দল।
রক্তাক্ত জুলাই পরবর্তী ছাত্র জনতার গৌরবোজ্জ্বল ৫ আগষ্ট গণ-অভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হয় নীল দল। মঙ্গলবার পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নীল দল দুর্দান্ত পারফর্ম করে লাল দলকে ৪০-৩২ গোল ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহাম্মেদ। এ সময় কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার এবং যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসাসহ কার্যনির্বাহী (এ্যাডহক) কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় লাল, নীল ও সবুজ দল গ্রুপ পদ্ধতিতে খেলে।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: