রুচি জাতীয় নারী হ্যান্ডবলের খেলা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

জাতীয় নারী হ্যান্ডবলের খেলা শুরু হয়েছে। আজ শনিবার শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম পর্বের খেলায় জিতেছে শেরপুর, মাদারীপুর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফরিদপুর।

দিনের প্রথম ম্যাচে কক্সবাজারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে ফরিদপুর। পরের ম্যাচে শেরপুর ৩-২ গোলে বরগুনাকে হারিয়েছে। অন্য ম্যাচে মাদারীপুর ২৩-৮ গোলে হারিয়েছে দিনাজপুরকে হারিয়ে। বিজিবি ১১-৭ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। দিনের শেষ খেলায় ফরিদপুর ২৩-৬ গোলে হারিয়েছে বরগুনাকে।

 

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ১৯টি দল। জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রোববার প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম।

 

এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: আলী হোসেন ফকির, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো: শাহরিয়ার আলম এবং ফেডারেশনের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত থাকবেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর