ডুপ্লান্টিস নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন ১৩ বার!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

এক বার-দু’বার নয়, নিজের বিশ্বরেকর্ড নিজেই ১৩ বার ভাঙ্গলেন আরমান্দ ডুপ্লান্টিস। সুইডেনের এই পোল ভল্টার নজির গড়েছেন ৬.২৯ মিটার লাফিয়ে। মঙ্গলবার রাতে হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি-তে এই কীর্তি গড়েছেন তিনি। আগের রেকর্ডের থেকে এক সেন্টিমিটার বেশি লাফিয়েছেন তিনি। জুন মাসেই ১২তম বিশ্বরেকর্ড গড়েছিলেন।

 

 

হাঙ্গেরির একই স্টেডিয়ামে দু’বছর আগে দ্বিতীয় বিশ্ব খেতাব জিতেছিলেন ডুপ্লান্টিস। মঙ্গলবার তাঁর সঙ্গে জোর লড়াই হয় গ্রিসের এমানুয়িল কারাইলিস। দু’জনের প্রথম প্রয়াসে ৬.০২ মিটার লাফান। দু’বার ৬.১১ মিটার লাফাতে না পেরে কারাইলিস বিদায় নেন। ডুপ্লান্টিস শুরু থেকে ছন্দে ছিলেন না। দ্বিতীয় প্রয়াসে ৬.১১ মিটার পেরিয়ে যান।

কারাইলিস বিদায় নেওয়ার পরেই ডুপ্লান্টিসের আসল খেলা বেরিয়ে আসে। বিশ্বরেকর্ড গড়ার জন্য ‘বার’-এর উচ্চতা বাড়িয়ে ৬.২৯ মিটার করে দেন। দ্বিতীয় প্রয়াসেই সফল হন। বারে পা লাগলেও সেটা পড়ে যায়নি। সঙ্গে বুদাপেস্টের স্টেডিয়ামভর্তি সমর্থক ডুপ্লান্টিসের নাম ধরে চিৎকার করতে থাকেন। ডুপ্লান্টিস গিয়ে বান্ধবী ডিজায়ার ইংলান্ডার এবং নিজের পরিবারের সঙ্গে উচ্ছ্বাস করতে থাকেন।

২০২০-তে পোল্যান্ডে প্রথম বার বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। তার পর থেকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এর পর শনিবার সাইলেসিয়া ডায়মন্ড লিগে খেলতে নামবেন তিনি। গত বার সেখানে বিশ্বরেকর্ড গড়েছিলেন। শনিবার পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে অংশ নেবেন তিনি। যেখানে গত বছরও বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর