ঢাকায় ১৩ সেপ্টেম্বর ভেলোসিটি ১৫ কে ম্যারাথন
বাংলাদেশের তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হবে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ শীর্ষক ম্যারাথন প্রতিযোগিতা। ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।
ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ও গিনেস রেকর্ডধারী সাবেক টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনু।

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চপল বলেন, ‘এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক শক্তি ও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করবে। সমাজের অবক্ষয় রোধে কাজ করাই আমাদের লক্ষ্য।’ লিনুর কথা, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই দৌড় প্রতিযোগিতা হাজারো তরুণকে অনুপ্রাণিত করবে।’ তিনি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহিত করেন। এ সময় গ্লোবাল ফার্মার প্রধান নির্বাহী একেএম আহসানুল্লাহ, ভেলোসিটির কো-ফাউন্ডার রাকিবুল হোসাইন ও এম আই শাতিল উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে তিন হাজারের বেশি ক্রীড়াবিদ নিবন্ধন করেছেন। তারা আশা করছেন নিবন্ধন সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে। প্রতিযোগিতাটি ১৫ কিলোমিটার, সাড়ে ৭ কিলোমিটার এবং ১ কিলোমিটার- এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও মেডেল।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: