দ্রুততম মানবের খেতাব উদ্ধার করতে ইমরানুর এখন ঢাকায়
এবারের আসরে তিনি নিজের সেরা ১০০ মিটার স্প্রিন্ট ছাড়াও ২০০ মিটার ও ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে ইমরানের নিবন্ধন করেছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।
দেশের অ্যাথলেটিক্সে আগমনের পর থেকেই দ্রুততম মানবের খেতাব জিতেছিলেন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমনা। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক।
তবে ইনজুরির কারণে এ বছর ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সে অবশ্য অংশ নেননি তিনি। তাই দ্রুততম মানবের খেতাবটি ছিনিয়ে নেন মো. ইসমাইল। নিজের সেই খেতাব পুনরুদ্ধার করতে ফের ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট। নৌবাহিনীর হয়ে অংশ নেবেন ২২-২৪ আগষ্ট সামার অ্যাথলেটিক্সে।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: