কুস্তির কমিটি নিয়ে লড়ছে কে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

কাবাডির পর এবার কুস্তি নিয়ে কি খেলছে জাতীয় ক্রীড়া পরিষদ? নইলে বার বার এমন কেন হচ্ছে এই দুটি ক্রীড়া ফেডারেশনে। এবার সভাপতি ব্রিগেডিয়ার জে. অব. ফখরুদ্দিন হায়দারকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সহসভাপতি আশিক সাঈদকে। ১২ আগষ্ট এক প্রজ্ঞাপনে এই তথ জানান ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

 


এর আগে কাবাডি ফেডারেশনের কমিটিতে সাধারন সম্পাদক নিয়ে হইচই পড়েগিয়েছিল। পতিত হাসিনা সরকারের দোসর ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছের লোক বলে এসএম নেওয়াজ সোহাগকে সাধারন সম্পাদক করায় মিডিয়া সমালোচনা মুখর হয়। এর প্রেক্ষিতে সোহাগের দূর্নীতির বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেও অদৃশ ইশারায় তা আবার বাতিল করে এনএসসি।

 

              কুস্তির নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি আশিক সাঈদ

গত ১৯ মার্চ ফখরুদ্দিন হায়দারকে সভাপতি এবং ৮৪ বছর বয়স্ক মাহাবুবুল আমিন জীবনকে সাধারন সম্পাদক করে ১৯ জনের এডহক কমিটি ঘোষণা করে এনএসসি। কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই হাসপাতালের বিছানায় ছিলেন জীবণ। ফলে সাধারন সম্পাদক পদে জীবনকে পরিবর্তন করে সাবেক কুস্তিগীর মেজবাহ উদ্দিন আজাদকে ওই পদে আনা হয়। এবার সভাপতি পদে পরিবর্তন আনল এনএসসি। জানা যায়, বর্তমান সভাপতি ফখরুদ্দিন হায়দার অসুস্থ। কিন্তু তিনি কোন চিঠিও দেননি। অথচ হঠাৎ করেই এনএসসি চিঠি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় পুলিশের অতিরিক্ত ডিআইজি আশিক সাঈদকে। কিন্তু কেন বা কি কারণে সভাপতি পদে পরিবর্তন আনা হল তা জানেন না কেউই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর