ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ

এক সিরিজেই টেস্টের ১৪১ বছরের ইতিহাসে প্রথমবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

ওয়ানডে বা টি ২০ ক্রিকেটের মতো টেস্টেও এখন পরিপক্ক ব্যাটাররা। অনেক রান করছেন তারা। ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজেও তা দেখা গেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল, এক সিরিজে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।

 

তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং যশস্বী জসওয়াল রয়েছেন। ইংরেজদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

 

১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ১৮৮৪ সালে প্রথম বার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসাবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০-র উপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০-র উপর রান করেছিলেন।

 

 

এই সিরিজে রানের তালিকায় সবার উপরে শুভমন। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন। চারটি শতরান রয়েছে তাঁর। দ্বিতীয় রাহুলের ৫৩২ রান রয়েছে। দুটো করে শতরান এবং অর্ধশতরান করেছেন। তিনে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। চারে থাকা রুট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮৩ রান করেছেন। পাঁচে ঋষভ পন্থ। তিনি ৪৭৯ করেছেন।

 

এর পরে রয়েছেন যথাক্রমে ডাকেট (৪৬২), ব্রুক (৪৫১, এই প্রতিবেদন লেখা পর্যন্ত), স্মিথ (৪৩২, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) এবং যশস্বী (৪১১)।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর