ওভাল টেস্ট

পারলেন না ওকস, রুদ্ধশ্বাস জয় ভারতের, সমতায় শেষ সিরিজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

ইংল্যান্ডের দরকার ১৭ রান, হাতে মাত্র ১ উইকেট। দলের প্রয়োজনে কাঁধে মারাত্মক চোট নিয়েই মাঠে নেমে পড়লেন ক্রিস ওকস। একটি হাত তার জার্সির ভেতরে গুটানো। গ্যালারিতে অনেক দর্শকের চোখে তখন পানি।

 

পরের ওভারেই মোহাম্মদ সিরাজের বলে ছ্ক্কা হাঁকালেন গুস এটকিনসন। ওই ওভারের শেষ বল ব্যাটে লাগাতে না পারলেও উইকেটরক্ষক ধরে থ্রো করতে করতে দৌড়ে এক রান নিয়ে নিলেন তিনি। পরের ওভারে আবার স্ট্রাইকে এটকিনসন।

প্রসিধ কৃষ্ণার ওভারে প্রথম বলে দুই নিয়ে আবার স্ট্রাইকে এটকিনসন। পরের ৪ বল খেলে শেষ বলে সিঙ্গেলস। ইংলিশ গ্যালারিতে তখনও আশার আলো। কিন্তু শেষটা করতে পারলেন না এটকিনসন। পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড।

ওভালে রুদ্ধশ্বাস এক টেস্টে ৬ রানে জিতেছে ভারত। রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয়। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ করেছে শুভমান গিলের দল।

বৃষ্টির কারণে ওভাল টেস্টের চতুর্থ দিনে ফল করা যায়নি। শেষদিনের জন্য জমা ছিল সব রোমাঞ্চ। ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট।

লক্ষ্য ছিল ৩৭৪ রানের। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়ে জেমি স্মিথ আর জেমি ওভারটনকে হারিয়ে। দুটি উইকেটই নেন মোহাম্মদ সিরাজ।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষটাও করেছেন সিরাজই। মাঝে জশ টাঙয়ের উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৮৫.১ ওভারে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।

১০৪ রানে ৫ উইকেট শিকার করেন সিরাজ, ১২৬ রানের বিনিময়ে আরেক পেসার প্রসিধ কৃষ্ণা নেন ৪টি উইকেট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর