নেদারল্যান্ডসের বিপক্ষে কবে খেলা জানা গেল
সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও এখনও এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ২৬ আগষ্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আগেই জানিয়েছিলেন, সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: