এনসিএল টি-টোয়েন্টিতে তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ
এনসিএল ঘরোয়া আসরে খেলবেন দেশের ক্রিকেটের পঞ্চপান্ডবের তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন দেশের টাইগাররা। ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এবারের আসর। তার আগে ৩০ আগষ্ট শুরু বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার টি-২০ সিরিজ। তবে এই আসরের আগেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এর ফরম্যাটও টি-২০। ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল। ঘরোয়া এই আসরে খেলবেন দেশের ক্রিকেটের পঞ্চপান্ডবের তিন তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আকরাম খানের কথা, ‘আশা করছি ওরা তিনজন খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিম খেলবে। মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: