ক্রিকেটে বিশ্বরেকর্ড!

নাবালক অধিনায়ক ক্রোয়েশিয়ার ভুকুসিচ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

বয়স তার ১৭ বছর ৩১১ দিন। নাবালক। এতেই বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়ে ফেললেন ক্রোয়েশিয়ার জাচ ভুকুসিচ। বিশ্বের প্রথম নাবালক অধিনায়ক হলেন তিনি। সাইপ্রাসের বিরুদ্ধে এই নজির গড়লেন তরুণ অলরাউন্ডার।



বৃহস্পতিবার তিনি সাইপ্রাসের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসাবে মাঠে নামার সঙ্গে সঙ্গে ভুকুসিচ নতুন নজির গড়েছেন।

বৃহস্পতিবার ভুকুসিচের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। অর্থাৎ সাবালক হওয়ার আগেই দেশের নেতৃত্ব পেয়ে গেলেন ছ’টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা অলরাউন্ডার। তাঁর আগে এত কম বয়সে কেউ আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেননি। তিনিই হলেন ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক। তিনি ভেঙে দিলেন ফ্রান্সের সাবেক অধিনায়ক নোমান আমজাদের নজির। ২০২২ সালের জুলাই মাসে তিনি ১৮ বছর ২৪ দিন বয়সে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম নেতৃত্ব দেন ফ্রান্সকে। সেই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল চেচিয়া। এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন কার্ল হার্টম্যান। তিনি ১৮ বছর ২৭৬ দিন বয়সে আইস অফ ম্যানকে নেতৃত্ব দিয়েছিলেন। তালিকায় চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার লুসানজুনডুই এরডেনবুলগান। তিনি ১৮ বছর ৩২৪ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন।


টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়ক আফগানিস্তানের রশিদ খান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ১৯ বছর ১৬৫ দিন বয়সে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন এক দিনের আন্তর্জাতিক ম্যাচে। সব মিলিয়ে রশিদ পঞ্চম কনিষ্ঠতম আন্তর্জাতিক অধিনায়ক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর