এনসিএলে ময়মনসিংহ, খুশী রেদোয়ান
জাতীয় ক্রিকেট লিগে অবশেষে প্রত্যাশা পূরন হয়েছে ময়মনসিংহের। প্রথম শ্রেনীর এই ক্রিকেটে ঢাকা মেট্রোপলিটনকে বাদ দিয়ে যোগ্যতর দল হিসাবেই নেওয়া হয় এই বিভাগকে। বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটি প্রধান ইফতিখার রহমান মিঠু এ তথ্য জানিয়েছেন। মিঠু জানান, এখন থেকে ঢাকা মেট্রোপলিটন নামে আর কোনো দল জাতীয় লিগের ৪ দিনের আসরে খেলবে না। তার বদলে ময়মনসিংহ বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে। তবে আগামী মাসে যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে, তার ফিকশ্চার হয়ে গেছে। তাই এবার এনসিএল টি-টোয়েন্টি আসরে থাকবে না ময়মনসিংহ বিভাগ।
সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসে জুমে বিসিবির মিটিং করলেন। ১৪ থেকে ১৫ এজেন্ডার সেই বোর্ড সভা চলল রাত ৯টা পর্যন্ত। তারপর প্রেস কনফারেন্সে আসলেন ৩ পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন। তারা শনিবারের বোর্ড সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানালেন।
বিসিবির এমন সিদ্ধান্তে খুশী ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সদস্য আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তার কথা, ‘হয়তো বর্তমান অ্যাডহক কমিটিতে আমি সাধারন সম্পাদক নই। তবে গত নয় বছর অক্লান্ত পরিশ্রম ও আন্দোলনের ফল বিসিবির এই সিদ্ধান্ত। আমি ধন্যবাদ জানাই বিসিবির সবাইকে।’ তিনি যোগ করেন, ‘ময়মনসিংহ বিভাগ হওয়ার পর থেকে আমরা এনসিএলে খেলার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করে আসছিলাম। ফারুক আহমেদ যখন বিসিবির সভাপতি ছিলেন, তখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবিকে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করার জন্য চিঠিও দেয়া হয়েছিল। তৎকালীন সভাপতি আশ্বাস দিয়েছিলেন যে, এটি হবে। এখন সেটা হয়েছে, আমরা খুব খুশী।’
এছাড়া বিপিএলের ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিপিএলের পূর্ববর্তী আসর, মানে গতবারের আসরে যে সব পেমেন্টের প্রতিশ্রুতি ছিল, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ তার সমুদয় পাওনা পরিশোধ করে দেবে। এর মধ্যে আছে চিটাগং কিংসের হেড কোচ শন টেইটের পেমেন্ট পরিশোধ করে দেবে বিসিবি। পাশাপাশি রাজশাহীর হোটেল বিল যে পাওনা ছিল, সেটাও পরিশোধ করবে বিসিবি।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: