আর্থিক দূর্নীতিতে বহিষ্কার সিএবি সচিব
কোটি–কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল দেবব্রতর বিরুদ্ধে
আর্থিক দূর্নীতির দায়ে বহিষ্কার করা হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব দেবব্রত দাসকে। সিএবির ইতিহাসে এই প্রথম চেয়ারে থাকা কোনও সচিবকে এ ভাবে বহিষ্কার হতে হলো। সচিবের চেয়ারে বসে কোটি–কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল দেবব্রতর বিরুদ্ধে। যার মধ্যে বাংলা টিমে খেলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটারদের থেকে টাকা নেওয়ার মারাত্মক অভিযোগও ছিল।
তদন্তের নির্দেশ দিয়েছিল সিএবি। বৃহস্পতিবার রাতে অ্যাপেক্স কাউন্সিলের সভায় দেবব্রত দাসকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হলো। একই সঙ্গে তদন্ত চলবে। ছয় মাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যান দেবব্রত দাস।
যাওয়ার সময় বলে গেলেন, ‘আমি রাজনীতির শিকার। আমার কাছে যা তথ্য আছে, সামনে আনলে খুনও হয়ে যেতে পারি!’ ভারতীয় মিডিয়ার খবর, এক সময়ে ঋদ্ধিমান সাহাকে বাংলা ছাড়া করার ক্ষেত্রেও দেবব্রত দাসের বড় ভূমিকা ছিল। যদিও সেই সময়ে সিএবি তাঁর পাশে ছিল।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: