সাকিব ব্যর্থ, তবে দল জিতেছে
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সাবেক বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সাকিব হতাশা উপহার দিলেও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অ্যান্টিগা ২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে।
রোববার ভোরে অ্যান্টিগা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। তাদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান তোলে বার্বাডোজ রয়্যালস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্টিগা। ব্যাট হাতে সাকিব ১৩ বলে ১৩ রানের আগে বল হাতে করেন স্রেফ এক ওভার। যেখানে তিনি উইকেটশূন্য থেকে দেন ১৪ রান।
আগে ব্যাট করতে নেমে বার্বাডোজের ওপেনার ব্রেন্ডন কিং দলীয় মাত্র ৬ রানেই আউট হয়েছেন। এরপর কলিম অ্যালাইন (১৪) ও শাকিরি প্যারিসও (৬) আউট হয়েছেন দ্রুততম সময়ে। ৪৯ রানের জুটিতে বার্বাডোজের মাঝারি পুঁজি পেতে ভূমিকা রাখেন কুইন্টন ডি কক ও অধিনায়ক রভম্যান পাওয়েল। ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় ডি কক ৫৭ রানে বিদায় নিলে সেই জুটি ভাঙে। মাঝে শেরফান রাদারফোর্ড ও ড্যানিয়েল স্যামরা ব্যর্থ হয়ে ফেরায় বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে বার্বাডোজ।
অবশ্য একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক পাওয়েল পথ দেখান। শেষ পর্যন্ত তিনি ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানে অপরাজিত থেকে দলীয় সংগ্রহ দেড়শতে নিয়ে যান। অ্যান্টিগার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয়। এ ছাড়া অধিনায়ক ইমাদ ওয়াসিম ও আল্লাহমোহাম্মদ গাজানফার একটি করে শিকার ধরেন।
লক্ষ্য তাড়া করতে নেমে যথারীতি দ্রুতই ফিরেছেন অ্যান্টিগার ওপেনার রাহকিম কর্নওয়াল (১০)। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ২৫ বলে ২৮ রান করেন। কিছুটা ধীরগতির হলেও অ্যান্টিগার জয়নির্ধারক ইনিংস খেলেছেন করিমা গোর। ৫৩ বলে ৩ চার ও ২ ছক্কায় তিনি করেন ৬৪ রান। মাঝে সাকিব (১৩ বলে ১৩) ও ইমাদ (১২ বলে ১৬) দ্রুত
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: