ইনডোর রোইং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১২:০৮ পিএম

তারুণ্য উৎসব ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে ৪৫ দিনব্যাপী ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ দিলো বাংলাদেশ রোইং ফেডারেশন (বিআরএফ)।

 

৯ আগষ্ট রাজধানীর মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামের রোইং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া অ্যাথলেটদের সার্টিফিকেট, মেডেল ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে ছয় অ্যাথলেটকে জাতীয় পর্যায়ের জন্য তৈরি করতে মনোনীত করা হয়।

 

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. রাশিম মোল্লা, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী, মো. রবিউল আলম ও সৈয়দ সাফায়েত হোসেন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু হবে। পর্যায়ক্রমে রাজধানীর সব স্কুল ও কলেজের আগ্রহী শিক্ষার্থীদের রোয়ার (প্লেয়ার) বানাতে স্ব স্ব প্রতিষ্ঠানে আরগুমিটার নিয়ে (প্রশিক্ষণ সরঞ্জাম) প্রাথমিক বাছাই কার্যক্রম শেষে বাছাইকৃতদের জাতীয় পর্যায়ের ইনডোর রোইং প্রশিক্ষণ দেয়া হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর