বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ

বিশ্ব সাঁতারে রাফির পর অ্যানির সেরা টাইমিং

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ক্যারিয়ারে সেরা টাইমিং করেছেন বাংলাদেশের অ্যানি আক্তার।

তবে ক্যারিয়ার সেরা হলেও তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় এক মিনিট ৮.৪৩ সেকেন্ড সময় নিয়ে ৮২ জন প্রতিযোগীর মধ্যে ৭৭তম হন। এই সময়ে তিনি দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ৬ষ্ঠ হন। অ্যানি ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে করা তার আগে টাইমিং ছিল এক মিনিট ১২.২০ সেকেন্ড। সেই টাইমিং ভেঙ্গেছেন তিনি। দক্ষিণ এশীয় সাঁতারুদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা, ৫৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম হন। মালদ্বীপের আমনা মিরাসাদ এক মিনিট ৪.০৪ সেকেন্ডে শেষ করে ৭২তম, নেপালের আর্যা মহারজন এক মিনিট ৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে ৭৫তম হয়েছেন। এদিকে, অ্যানি আগামী ২ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন। একই দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন। গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি। তার পরই ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করে।

 

এরে আগে সিঙ্গাপুরে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড নতুন করে লিখেন সামিউল ইসলাম রাফি। ৫৮.৩৬ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশি এ সাঁতারু।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর