বিশ্ব সাঁতারে রাফি ৫৫তম, অ্যানি আক্তার ৯২তম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সংক্ষিপ্ত সংস্করনে খুব একটা ভাল করতে পারেননি বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম।

 চার ইভেন্টে অংশ নিয়েছেন তারা। ১০০ মিটার ইভেন্টে দু’জনই নিজেদের সেরা টাইমিং করেছিলেন। শনিবার ৫০ মিটারে সেটা অবশ্য পারেননি। ৫০ মিটার ফ্রিস্টাইলে অ্যানি সময় নিয়েছেন ৩১.৩৯ সেকেন্ড। তার আগের টাইমিং ছিল ৩১.০৫ সেকেন্ড। ১০৪ জনের মধ্যে ৯২তম হন তিনি। তবে দ্বিতীয় হিটে নয়জনের মধ্যে ষষ্ঠ হন অ্যানি। অন্যদিকে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম সময় নিয়েছেন ২৭.২১ সেকেন্ড। ৬৩ জনের মধ্যে ৫৫ পজিশন হন তিনি। এই ইভেন্ট রাফির আগের টাইমিং ছিল ২৬.৯০ সেকেন্ড। দ্বিতীয় হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন সামিউল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর