ভুটান নারী লিগ
থিম্পু সিটিকে হারিয়ে ম্যাচসেরা পারোর ঋতুপর্ণা
টানা ষষ্ঠ জয় পেয়েছে। ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা।
ভুটানে নারী ফুটবল লিগে পারো এফসির জয়জয়কার চলছেই। বুধবার শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমার নৈপুণ্যে পারো ২-১ গোলে থিম্পু সিটিকে হারিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে। ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা। বুধবার ম্যাচের শুরুতে পারো গোল হজম করে (১-০)। এরপর ফ্রি-কিক থেকে শামসুন্নাহার জুনিয়র গোল করে সমতায় ফেরান (১-১)। পরে সাবিনার অ্যাসিস্টে ঋতুপর্ণা গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-১)। টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়ে ঋতুপর্ণা বলেন, ‘টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছি, অনেক ভালো লাগছে। কঠিন ম্যাচ ছিল। সবার অবদানে জয় এসেছে। ম্যাচসেরা হয়েছি।’
ভুটানের নারী লিগে খেলতে বাংলাদেশের ১৫জন চুক্তিভুক্ত হয়েছেন। প্রথম দফায় ১০ জন, দ্বিতীয় দফায় দুইজন এবং শেষ আরও তিনজন চুক্তিবদ্ধ হন।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: