বসুন্ধরা ছাড়েনি ফুটবলার, ভঙ্গুর দলকে নিয়ে অন্ধকারে কাবরেরার অনুশীলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

বাহরাইনে যাওয়া অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছাড়েনি কিংস। এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকেও ছাড়ছে না তারা।

শুক্রবার কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফের সাধারণ সম্পাদককে এ বিষয়ে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন। এদিকে ফ্লাডলাইট না জ্বালানোয় জাতীয় স্টেডিয়ামে অন্ধকারের মধ্যেই শিষ্যদের নিয়ে অনুশীলন করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।


খেলোয়াড় না ছাড়ার পেছনে কিংস চিঠিতে লিখেছে, ‘দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা, খেলোয়াড়দের ভবিষ্যত বিবেচনা ও ইনজুরি প্রবণতা কমানোর জন্য বাফুফের ২০২৫-২৬ ফুটবল মৌসুম সামনে রেখে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে বিধায় আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত।’ চিঠিতে তারা ইনজুরি সংক্রান্ত রেফারেন্স হিসেবে গত বছর বিশ্বনাথ ঘোষের ঘটনা উল্লেখ করেছে। কিংসের ফুটবলারদের কাল শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সিনিয়র সহ-সভাপতি। তিনি আবার জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যানও।

 

জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট শুরু, এই সংক্রান্ত একটি চিঠিতে তারও স্বাক্ষর রয়েছে। এরপরও তার ক্লাব খেলোয়াড় না ছেড়ে বাফুফেকে সংকটে ফেলেছে। নেপালে দু’টি প্রীতি ম্যাচের জন্য কিংসের তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন ডাক পেয়েছিলেন। কিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন ঢাকা আবাহনীর ফুটবলার ক্যাম্পে ডাক পেয়েছেন। ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর মিতুল মারমা, কাজেম, শাকিল, ইব্রাহিম ও পাপন। এদিকে কাল বিকালে জাতীয় স্টেডিয়ামে ভঙ্গুর জাতীয় দলকে অনুশীলন করান কোচ কাবরেরা। তবে ফ্লাডলাইট না থাকায় সন্ধ্যার পর অন্ধকারেই ট্র্যাকে ফুটবলারদের রানিং করান তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর