ভারতের জাতীয় দল থেকে বাদ সুনীল ছেত্রী!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ভারতীয় ফুটবলে নতুন কোচ হয়েই চমকে দিয়েছেন খালিদ জামিল। নেশন্স কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। যেখানে নেই ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তী সুনীল ছেত্রী।


 ভারতের হয়ে সর্বাধিক ৯৫ গোল করা সুনীলকে রাখেননি কোচ খালিদ। যদিও সুনীলের বদলে নতুন মুখও রয়েছে দলে। এই ৩৫ জনের দলে মোহনবাগানের সাত ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলার রয়েছেন।


২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল। কিন্তু তাঁকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন সাবেক কোচ মানোলো মার্কেজ। তাতে সাড়া দিয়ে চলতি বছর মার্চ মাসে আবার ভারতীয় ফুটবলে ফেরেন সুনীল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন শিলংয়ে। করেছেণ মাত্র এক গোল। সেই কারণেই হয়তো ৪১ বছরের সুনীলকে দলে নেননি খালিদ। তরুণদের দিকে নজর তাঁর।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর