অ-২৩ ফুটবল দলের ক্যাম্পে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

অ-২৩ দল এবার আলোচনায় ছিল মূলত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ঘিরে। গত জুনের শেষদিকে ট্রায়ালে আসা কয়েকজন প্রবাসী দৃষ্টি কাড়েন। অ-২৩ দলের প্রাথমিক ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরেশোরে। শেষ পর্যন্ত ট্রায়াল থেকে আনুষ্ঠানিক ডাক পেলেন শুধু আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।


এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই পর্বে খেলতে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ইতোমধ্যে ১৯ জনের আংশিক দল চুড়ান্ত করেছে বাফুফে। ডাক পাওয়া ফুটবলারদের আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সেই সঙ্গে ফর্টিজে ক্যাম্পের পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। আংশিক দল ডাকা ১৯ জনের মধ্যে দুইজন শুধু ঢাকায় ক্যাম্পের জন্য। আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেওয়ার পর ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ত্রিশের কাছাকাছি দাঁড়াবে। ভিয়েতনামে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ২৩ জন।

 


অ-২৩ দল এবার আলোচনায় ছিল মূলত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল ঘিরে। গত জুনের শেষদিকে ট্রায়ালে আসা কয়েকজন প্রবাসী দৃষ্টি কাড়েন। অ-২৩ দলের প্রাথমিক ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরেশোরে। শেষ পর্যন্ত ট্রায়াল থেকে আনুষ্ঠানিক ডাক পেলেন শুধু আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অ-২৩ দলের আংশিক ১৯ জনের তালিকা দিয়েছেন। সেখানে জায়ান আহমেদের নামই পাওয়া গেছে। বাফুফের ট্রায়ালে জায়ান আহমেদের স্কিল ও ফিটনেস দুটোই মুগ্ধ করেছে অনেককে।

আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পটি মূলত আংশিক। কারণ আবাহনী ও বসুন্ধরা কিংসে খেলা বেশ কয়েকজন ফুটবলার এই দলের সঙ্গে যুক্ত হবেন। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে তারা যোগ দেবেন ২৩ দলের ক্যাম্পে। ফাহমিদুল, কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলারদের সরাসরি ক্যাম্পে ডাকার কথা ছিল। ক্লাবগুলোর কাছে পাঠানো তালিকায় প্রবাসী জায়ান থাকলেও তাদের নাম নেই। তারাও হয়তো সামনে যোগ দিতে পারেন। ক্লাবগুলোতে খেলোয়াড় তালিকা পাঠানোর পর এটি নানাভাবে ছড়িয়ে পড়ে। বিগত সময়ে এরকম অভিজ্ঞতায় পড়ার পরও বাফুফে একইসঙ্গে ক্লাবে তালিকা প্রেরণ ও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি এবার।


অ-২৩ দলের কোচের দায়িত্ব পালন করবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সেটিও অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। টিটু কোচ হলেও অ-২৩ দলের খেলোয়াড় ডাকা ও পরিকল্পনায় রয়েছেন জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। টিটু শুধু সশরীরে মাঠে থেকে হাভিয়েরের আদেশই যেন বাস্তবায়ন করবেন।

এএফসি অ-২৩ বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছে ভিয়েতনামে। ওই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অ-২৩ মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। বাফুফে এই টুর্নামেন্টে অনেক গুরুত্ব দিয়েছে। ১৪-২৬ আগস্ট বাহরাইনে থাকবে বাংলাদেশ অ-২৩ দল। সেখানে বাহরাইন অ-২৩ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর