এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই
আরেকটি মিশনে লাওসে গেলেন আফঈদারা
এশিয়ান কাপের মূলপর্বে খেলার মিশনে সফল জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। এবার অনূর্ধ্ব-২০ দলের এশিয়ান কাপের মূল পর্বে জাগয়া করে নেওয়ার মিশনে শনিবার লাওসে গেলেন তারা।
৬-১০ আগস্ট লাওসে নারী এএফসি অ-২০ টুর্নান্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।
৬ আগস্ট স্বাগতিক লাওসের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ওই ম্যাচকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার। গ্রুপ রানার্সআপ হতে হলে ম্যাচে জেতা প্রয়োজন। স্বাগতিকরা সেই ম্যাচ জিতলে বাংলাদেশের জন্য বাস্তবিক অর্থে পরের দুই ম্যাচ হবে কেবল আনুষ্ঠানিকতাই। যদিও দক্ষিণ কোরিয়ার ম্যাচটি সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।
দেশের বাইরে টুর্নামেন্ট কিংবা ম্যাচ খেলতে রওনা হওয়ার সময় টিম কন্টিনজেন্টের সবাই অফিসিয়াল কিট পরেন। এটাই নিয়ম ও অলিখিত সংস্কৃতি। আজ বিমানবন্দরে টিম ফটোসেশনে হেড কোচ পিটার বাটলারকে দেখা যায়নি। কারণ তিনি অফিসিয়াল কিটের পরিবর্তে সাধারণ পোশাক পরেছেন।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: