চার বছর পর অক্টোবরে পাইওনিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

পাইওনিয়ার ফুটবল লিগ অক্টোবরে

 

২০২১ সালে শেষবার পাইওনিয়ার ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছিল। সেটাও মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর চার বছর পেরিয়ে গেলেও দেখা মেলেনি ফুটবলার তৈরীর সূতিকাগার খ্যাত এই লিগটি। তাই ক্ষেপেছেন ক্লাব কর্মকর্তারা। তবে অক্টোবরের শেষ দিকে বৃহৎ আকারে এই লিগ চালুর সময় সীমা নির্ধারন করেছে পাইওনিয়ার লিগ কমিটি। বিষয়টি নিশ্চিত করেন পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য হাজী টিপু সুলতান। তার কথা, ‘বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আমাকে পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত করেছেন। আমি এসেই একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য বাফুফেকে বলেছি। পূর্ণাঙ্গ কমিটি না হলে কাজ করা যাবে না।’ তিনি যোগ করেন, ‘এবারের আসরে সর্বাধিক ৮০টি দল নিয়ে এই লিগ অনুষ্ঠিত হবে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই ঢাকার ১৫টি মাঠও নির্ধারন করা হয়েছে। যেখানে উত্তর সিটি করপোরেশনের ৭টি ও দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি মাঠ রয়েছে।’ বৃহৎ এই লিগে পৃষ্ঠপোষকতাও অনেক প্রয়োজন বলে মনে করেন টিপু সুলতান, ‘দুই সিটি করপোরেশন এই লিগের জন্য ২০ লাখ টাকা করে পৃষ্ঠপোষকতা করে। সে জন্য তাদের চিঠি পাঠানো হয়েছে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের সঙ্গে কথা বলেছি স্পন্সরের জন্য। সব ঠিক থাকলে অক্টোবরের শেষ দিকেই আমরা শহরব্যাপী এই লিগ চালু করে দেবো।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর