অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র বৃহস্পতিবার
২০২৬ সালে সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-১৭ পুরুষ এশিয়ান কাপের আসর। তার আগে বাছাই পর্বের খেলা হবে সাত দেশে। যার মধ্যে একটি ভারতের আহমেদাবাদে। বাছাই পর্বের ড্র হবে আগামীকাল ৭ আগষ্ট বৃহস্পতিবার।
২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়োজিত হবে বাছাই পর্বের ম্যাচ। আমেদাবাদের দ্য অ্যারেনা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট ৩৮টি দেশ। মোট সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। এর মধ্যে তিনটি গ্রুপে থাকবে ৬টি করে দল। বাকি চারটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটা গ্রুপের শীর্ষে থাকা দল মূলপর্বে খেলবে। এর পাশাপাশি কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

আয়োজক দেশ হওয়ায় ভারতকে জায়গা পেয়েছে 'হোস্টস পট'-এ। এর ফলে ভারতের গ্রুপে পড়বে না অন্য ছয় আয়োজক দেশ- চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, কিরগিজ রিপাবলিক এবং জর্ডান।
ড্রয়ের জন্য সাতটি পট
অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ড্রয়ের জন্য সাতটি পদে থাকছে ৩৮ দেশ। যার মধ্যে দুই নম্বর পটে রয়েছে বাংলাদেশ।
পট-১: অস্ট্রেলিয়া, ইয়েমেন, ইরান, ওমান ও থাইল্যান্ড।
পট-২: আফগানিস্তান, মালয়েশিয়া, ইরাক, বাংলাদেশ, লাওস ও কুয়েত।
পট-৩: সিঙ্গাপুর, বাহরাইন, ফিলিপাইন্স, তুর্কমেনিস্তান ও ফিলিস্তিন।
পট-৪: সিরিয়া, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, হংকং, চাইনিজ তাইপে ও ব্রুনাই।
পট-৫: নেপাল, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস, গুয়াম, মালদ্বীপ, তিমুরলেস্তে ও লেবানন।
পট-৬: ম্যাকাও, শ্রীলংকা ও পাকিস্তান।
স্বাগতিক পট: চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, মিয়ানমার, কিরগিজস্তান ও জর্ডান।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: