সাগরিকার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সাগরিকার গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে পিটার বাটলারের দল। স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ।
একের পর এক আক্রমণ করে তটস্থ রাখে বাংলাদেশ। হাই লাইন ডিফেন্স করে খেলেছে। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে।
৩৬ মিনিটে কর্নার থেকে সাগরিকা হেডে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি।
এছাড়া এর আগে একাধিক প্রচেষ্টা গোলকিপার নস্যাৎ করে দেন। প্রতি আক্রমণে উঠে লাওস মাঝে মধ্যে আতঙ্ক ছড়ালেও গোল শোধ দিতে পারেনি।
বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাওসের সিনিয়র দলের ফিফা র্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। লাওস বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: