২-0 গোলে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

 

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সাগরিকার গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে পিটার বাটলারের দল। স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ।

৩৬ মিনিটে কর্নার থেকে সাগরিকা হেডে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি।

৫৮ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বার ঘেসে বল জালে জড়ান মুনকি আক্তার (২-০)।

বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাওসের সিনিয়র দলের ফিফা র‌্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। লাওস বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর