ঝড় বইছে ভারতের আইএসএলে, এবার বন্ধ চেন্নাইয়িন এফসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

কালবৈশাখীর ঝড় বইছে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কোন ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোন ক্লাব তাদের ফুটবলারদের বেতন বন্ধ করে দিচ্ছে। এবার আইএসএলে নিজেদের কার্যক্রম স্থগিত করল চেন্নাইয়িন এফসি।


প্রথমে ওড়িশা এফসি, এরপর বেঙ্গালুরু আর তারপর চেন্নাইয়িন এফসি। আইএসএল নিয়ে অনিশ্চয়তায় ক্লাবের কাজকর্ম স্থগিত করল দু’বারের আইএসল জয়ী দলটি। যার ফলে দলের খেলোয়াড় ও কর্মীরা কোনও কাজ করবেন না। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জন্য তারা এখন কোনও খরচ করতে চায় না বলেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই তারা দলের কোচ ওয়েল কোয়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

চেন্নাইয়িন এফসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করে জানানো হয়েছে, তাদের এই সিদ্ধান্ত কঠিন, কিন্তু এটা বর্তমান অবস্থায় প্রয়োজনীয়। যার ফলে ক্লাবের সঙ্গে যুক্ত প্লেয়ার, কর্মীদের ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়ল।

সম্প্রতি বেঙ্গালুরু এফসি জানিয়েছে, তারা ক্লাবের প্লেয়ার সহ কর্মীদের বেতন দেবে না। বর্তমানে যা অবস্থা তাতে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তার আগে ওডিশা এফসি জানিয়েছিল তারাও ক্লাবের সমস্ত কাজ স্থগিত করছে, অন্যদিকে মুম্বই সিটি দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পথে ক্লাবের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সিটি গ্রুপ। সেই ফাটলের পথে যোগ হলো চেন্নাইয়িন এফসির নামও।


বলিউড তারকা অভিষেক বচ্চন ও ভিটা দানি ক্লাবের কর্ণধার। মহেন্দ্র সিং ধোনি এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও পরে সরে দাঁড়ান। সূত্রের খবর, ক্লাবের পক্ষ থেকে প্লেয়ার ও কর্মীদের জুন মাসের বেতন দেওয়া হলেও জুলাই মাসে সেটা দেওয়া সম্ভব নয়। কারণ ক্লাবের আয় এই মুহূর্তে নেই। দলের সমস্ত কাজ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ক্লাব।

৭ তারিখ আইএসএলের ৮ ক্লাবের সিইওদের সঙ্গে বৈঠক করবে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তার আগেই এমন বড় সিদ্ধান্ত নিল চেন্নাইয়িন এফসি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর