এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপ বাছাই

শক্তিশালী চীনের গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

এএফসি অ-১৭ এশিয়ান কাপ বালক টুর্নামেন্টে শক্তিশালী স্বাগতিক দল চীনের গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অ-১৭ বালক ও বালিকা দুই বিভাগের ড্র অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ড্রয়ে বাংলাদেশ ছয় দলের এ-গ্রুপে পড়েছে। গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ বাহরাইন, তিমুরলেস্তে, ব্রুনাই ও শ্রীলংকা। ২২-৩০ নভেম্বর সাত দেশের সাত ভেন্যুতে টুর্নামেন্টের বাছাই হবে। অ-১৭ বালক টুর্নামেন্টের বাছাইয়ে ৩৮টি দল সাত গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ড্রয়ে এ- থেকে সি- গ্রুপে ছয়টি করে দল এবং ডি- থেকে জি- গ্রুপে পাঁচটি করে দল রয়েছে।

 

বাছাইয়ে সাত গ্রুপের সাতটি চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। সাত গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে কাতারে ফিফা অ-১৭ বিশ্বকাপে এশিয়ার নয় প্রতিনিধি কাতার, উজবেকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকস্তান, আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াও রয়েছে। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অ-১৭ দল কোচ গোলাম রব্বানীর তত্বাবধানে ইতোমধ্যে অনুশীলন ও ক্যাম্প শুরু করেছে যশোরের শামসুল হুদা একাডেমীতে। সাফের টুর্নামেন্টের পর বাংলাদেশ এএফসি আসরে খেলবে।


এদিকে এদিকে, এএফসি’র অনূর্ধ্ব-১৭ নারীদের বাছাইয়ে বাংলাদেশ পড়েছে এইচ-গ্রুপে। বাংলাদেশের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। এই গ্রুপের স্বাগতিক জর্ডান। আগামী ১৩-১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির বয়সভিত্তিক বাছাইপর্ব হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনের মূল আসরে খেলবে। চলতি বছর মরক্কোয় ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে এশিয়ার চার প্রতিনিধি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে মূল পর্বে। যদিও টানা দু’বার মূল পর্বে খেলা বাংলাদেশ ২০২৪ সালে সর্বশেষ আসরে খেলতে পারেনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর