শুক্রবার তিমুরলেস্তেকে উড়িয়ে দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

মিয়ানমার থেকে শুরু করে লাওস- অদম্য আফঈদা খন্দকারদের কাছে সবাই হার মানছে। মেয়েদের ফুটবলের অগ্রযাত্রা চলছেই। কোন র‌্যাংকিং ট্যাংকিংই যেন বাধা মানছে না।

 

সেই ধারাবাহিকতায় ফিফা র‌্যাংকিংয়ে ১৫৭ নম্বরে থাকা তিমুরলেস্তেতো সাগরিকা, শান্তি মার্ডি, মুনকি আক্তারদের কাছে দুধভাত। এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের এইচ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবারই তা প্রমান করে দিতে পারেন সাগরিকারা। ভিয়েনতিয়েনের লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে এই ম্যাচটি।
একের পর এক জয়ে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ফিফার ঘোষিত র‌্যাংকিংয়ে ১২৮ থেকে এক লাফে ১০৪ এ উঠে এসেছেন আফঈদা খন্দকাররা। যা দেশের ইতিহাসে ঘটল প্রথমবার। লাল সবুজের মেয়েদের এমন দুর্দান্ত খেলায় প্রশংসায় পঞ্চমুখ খোদ ফিফাও। এমন খুশীর খবর পেয়েছেন লাওসে থাকা ফুটবলাররাও। সিনিয়র মেয়েদের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ইতিবাচকভাবে এগিয়ে চলেছি। আমাদের এই ধারা বজায় রাখতে হবে, আমরা নানানভাবে এটি অর্জন করেছি। ভালো ও সঠিক বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুস্থ কাজের পরিবেশ তৈরি করেছে। যার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং ভালো পরিকল্পনা।’ এরপরই একলাইনে জানালেন, ‘মেয়েদের অনেক এটা বড় অর্জন, তারা আসলেই অসাধারণ।’
লাওসকে হারানোর পর সামনে র‌্যাংকিংয়ে ৫৩ ধাপ পিছিয়ে থাকা তিমুরলেস্তে। তাই অনেকটাই ফুরফুরে মেজাজে আফঈদারা। আজ স্ট্রেচিং ও জিম সেশন করে সময় কাটিয়েছেন তারা। এরপর স্ইুমিংয়েও অংশ নেন। সবাই সুস্থ রয়েছেন। প্রস্তুত তিমুরলেস্তেকে উড়িয়ে দিতে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর