তৃষ্ণার হ‌্যাটট্রিক

শান্তির দুর্দান্ত অলিম্পিক গোল, তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

কর্ণার থেকে সরাসরি গোল করতে পারলে তাকেই ‘অলিম্পিক গোল’ বলে। সেটাই করলেন বাংলাদেশের শান্তি মার্ডি। কখনো সাগরিকা, কখনো শান্তি মার্ডি। বাংলাদেশের ফরোয়ার্ড লাইনে দুর্দান্ত এক কম্বিনেশন। সেই কম্বিনেশনেই তৃষ্ণার হ‌্যাটট্রিকের সুবাদে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

 


সাফ অ-২০ টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন শান্তি মার্ডি। এএফসি'র আসরেও আলো ছড়াচ্ছেন এই ফুটবলার। আজ ম‌্যাচের ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে স্বপ্না রাণীর কর্ণারে শিখা হেডে বল জালে জড়ান (১-০)। বা প্রান্তে স্বপ্না আর ডান প্রান্তের কর্ণার কিকগুলো শান্তি নিয়েছেন। বাংলাদেশ এই পরিকল্পনায় তিন গোল আদায় করেছে।

৩২ মিনিটে দুর্দান্ত গোল করেন শান্তি মার্ডি। ডান প্রান্ত থেকে তার নেয়া কর্ণার কিক সরাসরি জালে জড়ায় (২-০)। তার নেয়া কর্ণার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরোয়ার্ড বক্সে লাফিয়ে উঠলেও কেউই স্পর্শ করতে পারেননি। গোলরক্ষকও বলের ফ্লাইট মিস করেন। বল সবাইকে ফাঁকি দিয়ে সাইড পোস্টের ভেতরে গেলে জালে প্রবেশ করে।

 

তিন মিনিট পর একই প্রান্তে বাংলাদেশ আবার কর্ণার পেয়ে আরেকটি গোল করে। এবার গোলের যোগানদাতা শান্তি। তার নেয়া কর্ণারে বক্সের মধ্যে নবিরুন খাতুন হেড করে গোল করেন (৩-০)।

বিরতিতে যাওয়ার আগে সংঘবদ্ধ এক আক্রমণে তৃষ্ণা বক্সের মধ্যে এক প্লেসিংয়ে গোল করেন। এতে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

প্রথমার্ধে বাংলাদেশের চারটি গোলের তিনটিই কর্ণার থেকে। 

 

বিরতি থেকে ফিরেই অন ফায়ার বাংলাদেশ। জটলা থেকে গোল করেন তৃষ্ণা রানী (৫-০)।

৭৩ মিনিটে তিমুরলেস্তের গোলকিপার সামনে এগিয়ে আসেন। সেই সুযোগে ফাকা বার পেয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে গোল করেন সাগরিকা (৬-০)। এরপরই দ্বিতীয়বারের মতো কুলিং ব্রেক দেওয়া হয়।

৮৩ মিনিটে বারের বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান তৃষ্ণা রানী (৭-০)। ম্যাচের অন্তিম সময়ে মুনকি আক্তারের গোলে ব্যবধান ৮-০ করে বাংলাদেশ। শেষে এই ব্যবধানে তিমুরলেস্তেকে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে আফঈদা খন্দকার বাহিনী। রবিবার গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর