এবার ভুটানে গেলেন রিপা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

ভুটানে মেয়েদের লিগে জয়জয়কার বাংলাদেশী নারী ফুটবলারদের। তাই একের পর এক মেয়েরা যাচ্ছেন ভুটানের বিভিন্ন ক্লাবে খেলতে। আগে গেছেন ১২ জন। এবার ১৩তম ফুটবলার হিসাবে গেলেন শাহেদা আক্তার রিপা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাদের পাশাপাশি মাঠ মাতাবেন তিনিও।

 

এই ফরোয়ার্ড বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেলেন। দেশের বাইরে প্রথমবার খেলতে শুক্রবার থিম্পুতে গেলেন তিনি। তার দল ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব, তাদের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রিপা।


ভুটানের নারী লিগে প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলতে যান। এই চারজনই খেলছেন পারো এফসির হয়ে। থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। রয়্যাল থিম্পু কলেজে এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে খেলবেন রিপা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর