কলকাতার ক্রীড়ামন্ত্রীর ক্লাবের কোচ রঞ্জন নিষিদ্ধ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সঙ্ঘের কোচকে দু’ম্যাচ নিষিদ্ধ করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)।


আনন্দবাজারের খবর, রাজ্যের ফুটবল সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইএফএ জানিয়ে দিয়েছে কোচকে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে গোটা মরসুমের জন্য নির্বাসিত করা হবে।

অরূপের সঙ্গে বাংলার প্রায় সব ফুটবল ক্লাবেরই সম্পর্ক ভাল। সব দরকারে আইএফএ-রও পাশে থাকেন তিনি। সেই ক্রীড়ামন্ত্রীর ক্লাবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘কে কোন ক্লাবের দায়িত্বে রয়েছেন সেটা দেখে তো শাস্তি দেওয়া হয় না। যদি অপরাধ হয়ে থাকে তা হলে শাস্তি পেতেই হবে। সেটা যে ক্লাবই হোক না কেন।’

 

                                    পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস

অনির্বাণ জানিয়েছেন, কোচ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে দুঃখপ্রকাশ করেছেন। তবে আইএফএ-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে তাঁকে ক্ষমাও চাইতে হবে সকলের সামনে। অভিযুক্ত রঞ্জন জানিয়েছেন, উত্তেজনার বশে তিনি ওই মন্তব্য করেছিলেন। আইএফএ-কে বদনাম করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। একই কথা বলেছেন সুরুচির দায়িত্বে থাকা কর্তা স্বরূপ বিশ্বাস, যিনি সম্পর্কে অরূপের ভাই।

উল্লেখ্য, কাস্টমস ম্যাচের পর কোচ রঞ্জন বলেছিলেন, ‘বাকিরা সবাই সাতটা করে ম্যাচ খেলে ফেলল, আর আমরা ছ’নম্বর ম্যাচ খেললাম। আমাদের ছন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য পিছনে পড়ে রয়েছে আইএফএ। আমাকে বোঝানো হোক, কেন বাকিরা সাতটা ম্যাচ খেললেও আমরা কম খেললাম। আমাদের ছন্দ নষ্ট করার জন্য আইএফএ চক্রান্ত করছে এটা পরিষ্কার।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর