এএফসি চ্যালেঞ্জ লিগ
রবিবার দোহায় যাচ্ছে কিংস, আবাহনীর প্রতিপক্ষ আসবে কাল
এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে-অফে খেলবে ঢাকা আবাহনী ও কিংস। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে আকাশী হলুদরা খেলবে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের সঙ্গে। অন্যদিকে একই দিনে কাতারের দোহায় সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে খেলবে কিংস। এই ম্যাচ খেলতে রবিবার দোহায় যাচ্ছে ক্লাবটি।
চ্যালেঞ্জ লিগে প্লে-অফের ম্যাচটিকে সামনে রেখে প্রায় তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ঢাকা আবাহনী। তারা কেবল এক বিদেশি সুলেমান দিয়াবাতেকে নিয়েই খেলবে মুরাসের বিপক্ষে। বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে ক্লাবটি চাটার্ড ফ্লাইটে ম্যাচের আগের দিন ঢাকায় আসবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ম্যাচে সফরকারী দলকে ৪৮ ঘন্টা আগে পৌছাতে হয়। কিরগিজস্তানের ক্লাব ঢাকায় আসছে এক দিন আগে। সোমবার সকাল ১১ টায় তারা ঢাকায় পৌছাবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক, পৃষ্ঠপোষক মিলিয়ে প্রায় ৭০ জনের বহর আসছে। মঙ্গলবার ম্যাচ খেলে পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ছাড়বে। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু প্রতিপক্ষ সম্পর্কে বলেন, ‘তারা ম্যাচের এক দিন আগে এসে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে।’
অন্যদিকে কিংস প্রস্তুতি শুরু করেছে সপ্তাহ দু’য়েক আগে। দলের ব্রাজিলিয়ান কোচ ফারিয়াস ও বিদেশি ফুটবলাররা সরাসরি কাতারে দলের সঙ্গে যোগ দিবেন। ইংল্যান্ড থেকে কিউবা মিচেলও যাবেন সেখানে। দেশ ছাড়ার আগে তপু বলেন, ‘এবার যে বিদেশিরা যোগ দিচ্ছে, তাদের সবাই আমাদের চেনা-জানা। ঢাকার মাঠে চার-পাঁচ বছর ধরে খেলেছে একেকজন। ওদের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের খুব বেশি সমস্যা হবে বলে মনে করি না।’
কিংসে এক মৌসুম আগেই খেলে যাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ আবার ফিরেছেন এই ক্লাবে। তা ছাড়া আবাহনীতে খেলা রাফায়েল অগোস্তু ও মোহামেডানে খেলা এমানুয়েল সানডে ও এমানুয়েল টনিকে ভালোই জানা তপু বর্মণ-রাকিব হোসেনদের। তপু যোগ করেন, ‘ফিটনেসের দিক দিয়ে আমরা সবাই-ই এখন একটা ভালো অবস্থায় এসেছি। চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।’
এমএসএস
আপনার মূল্যবান মতামত দিন: