এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট
বাহরাইন যাত্রার আগে আলোচনায় কাবরেরা ও কিউবা
সেপ্টেম্বরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাহরাইনে যাচ্ছে বাংলাদেশ অ-২৩ দল। প্রস্তুতি ম্যাচের আগে গত দশ দিন ঢাকায় এই টুর্নামেন্টের জন্য অনুশীলন করেছেন যুবারা।
দলের প্রধান কোচ স্প্যানিশ হাভিয়ের কাবরেরা হলেও দলের সঙ্গে প্রধান কোচ হিসাবে যাচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী। এ নিয়েই বুধবার সংবাদ সম্মেলনে বিব্রত হতে হয়েছে সাইফুল বারী ও ফুটবলার শাকিল আহাদ তপুকে।
জানা গেছে প্রধান কোচ কাবরেরার পরামর্শে অ-২৩ দল নির্বাচিত হয়েছে। পাশাপাশি গত পরশু ঢাকায় এসে এক অনুশীলন সেশনও করিয়েছেন তিনি। প্রধান কোচ থাকা সত্ত্বেও আরেকজন কোচের অনুশীলন করানো ফুটবলে ভিন্ন এক ঘটনা। যদিও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও অ-২৩ দলের প্রধান কোচ সাইফুল বারী বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘ব্যাপারটা এ রকম যে ফুল কন্ট্রোল না থাকলে আমি তো প্রধান কোচ না। আমরা আগেই বলেছি হংকংয়ের বিপক্ষে অক্টোবরে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দলে সিনিয়র দলেরও কয়েকজন খেলোয়াড় আছেন। কাবরেরাও অনেক দিন জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। সামনে আমাদের ভিয়েতনামে টুর্নামেন্ট। তাই সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।’
সূত্রে জানা গেছে, এএফসির টুর্নামেন্টগুলোতে প্রধান কোচ হতে প্রো লাইসেন্সের প্রয়োজন। বাংলাদেশে প্রো লাইসেন্স কোচের সংখ্যা কম। আবার যাদের আছে তারা অ-২৩ দলের দায়িত্ব নিতে আগ্রহী নয়। ফলে বাধ্য হয়ে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারীকেই দায়িত্ব নিতে হয়েছে। এ নিয়ে সাইফুল বারীর কথা, ‘প্রো লাইসেন্স কোচিং কোর্স আয়োজন করতে পারি। এটা জরুরিও। সামনে হয়তো ঘরোয়া লিগেও প্রধান কোচ প্রো লাগতে পারে।’
ডিফেন্ডার শাকিল আহাদ তপুর কথা, ‘সাইফুল বারী স্যার যেভাবে নিদের্শনা দিয়েছেন আমরা সেভাবেই করেছি। কাবরেরা আমাদের যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে সেগুলো দেখিয়েছেন।’ এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলার যারা অ-২৩ দলে ডাক পেয়েছেন তারা আজ দলের সঙ্গে বাহরাইন রওনা হবেন। কিংসের ফুটবলাররা কাতারের দোহায় রয়েছেন। সেখান থেকে ১৫ আগস্ট বাহরাইন যাওয়ার কথা। কিন্তু ফুটবলাঙ্গনে গুঞ্জন রয়েছে কিউবা মিচেলকে এখনই জাতীয় দলের জন্য ছাড়তে চায় না কিংস। সাইফুল বারীর কথা, ‘কিংসের চারজন ফুটবলার রিমন, জনি শ্রাবণ ও কিউবা মিচেলের টিকিট চূড়ান্ত। তারা বাহরাইনে আসবে।’ অন্য তিন ফুটবলারের বিষয়টি নিশ্চিত হলেও ইংল্যান্ড প্রবাসী কিউবার বাহরাইন যোগ দেয়া নিয়ে ঘোর সংশয় রয়েছে। ক্লাব চাইলে খেলোয়াড়কে এত আগে নাও ছাড়তে পারে। বিগত সময়ে কিংস বিলম্বে খেলোয়াড় ছাড়ার ঘটনা রয়েছে। কিংস ও ফেডারেশনের মধ্যে কিউবাকে নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ওএফ
আপনার মূল্যবান মতামত দিন: