ফুটবলার ছাড়তে কিংসকে অনুরোধ করবে বাফুফে!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। কিন্তু বার বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে কিংস। এবারও একই ঘটনা। তবে কঠোর পদক্ষেপ না নিয়ে কিংসে ফুটবলার ছাড়তে অনুরোধ করতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।


জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। কিন্তু বার বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে কিংস। এবারও একই ঘটনা। তবে কঠোর পদক্ষেপ না নিয়ে কিংসে ফুটবলার ছাড়তে অনুরোধ করতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর মূল কারণ বাফুফের সিনিয়র সহসভাপতি পদে আসীন কিংসেরই সভাপতি ইমরুল হাসান। রোববার ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। ওই প্রীতি ম্যাচের জন্য কিংস জাতীয় দলে ডাক পাওয়া ১০ জন ফুটবলারকে ছাড়েনি। এতে বাধ্য হয়ে কোচ হাভিয়ের কাবরেরা ১৪ জন ফুটবলার নিয়ে অনুশীলন করছেন। উদ্ভুত পরিস্থিতিতে বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভায় বসেছিল।

 

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং। এই কমিটির ডেপুটি চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। তবে কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ (গতকাল) রাতে কিংবা আগামীকাল (আজ) সকালে জাতীয় দলে ফুটবলারদের দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কি উত্তর আসে এর প্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আবার আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব। ’


কিংসের সাধারণ সম্পাদক বাফুফের সাধারণ সম্পাদক বরাবর চিঠিতে প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের ইনজুরির ঝুঁকি এড়াতে খেলোয়াড় না ছাড়ার বিষয়টি উল্লেখ করেন। ৩-৪ দিন পরও যদি কিংস সেই অবস্থানে অনড় থাকে তখন কি হবে? এমন প্রশ্নের উত্তরে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা আশাবাদী ইতিবাচক কিছু হওয়ার। এরপরও প্রয়োজনে আমরা আবার সভায় বসবো।’

 


জাতীয় দলে আন্তর্জাতিক ফুটবলের ৭২ ঘন্টা আগে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। ফুটবলাঙ্গনে সবাই এটি জানলেও মিডিয়া কমিটির চেয়ারম্যান কয়েকবার এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেও এড়িয়ে গেছেন। তবে তিনি বলেছেন, ‘সভায় ফিফার নিয়ম, বিগত সময়ে জাতীয় দল, অ-২৩, অ-২০ পর্যায়েও তাদের খেলোয়াড় না ছাড়ার ঘটনা আলোচনা হয়েছে।’ কিংস জাতীয় দলে খেলোয়াড় না ছাড়লে বাহরাইনে অ-২৩ দলে তিন জন খেলোয়াড় ঠিকই ছেড়েছে। আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর